আমফানে মেমারি বিধানসভা এলাকায় ক্ষয়ক্ষতিদের ত্রিপল দেওয়া হয়।

সেখ সামসুদ্দিন : বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানে মেমারি বিধানসভা এলাকায় যাদের ব‍্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের ত্রিপল দেওয়ার উদ্দেশ্যে বিধায়ক নার্গিস বেগম মেমারি ১ বিডিও বিপুল কুমার মন্ডল ও পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাসকে নিয়ে মিটিং করলেন। বিডিওর অফিসে বসে এই মিটিয়ে বিশেষ করে যাদের বাড়ির চাল উড়ে গেছে, বিধায়ক নার্গিস বেগম এলাকার জন প্রতিনিধি, প্রধান, অঞ্চল সভাপতি ও মেমারি ১ এর পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিডিও মেমারি ১ এর কাছে রিপোর্টের ভিত্তিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সত্বর দেয়া তালিকা অনুযায়ী ত্রিপল প্রদান করবেন এবং আরও ত্রিপল পাঠানোর জন্য জেলা শাসকের কাছে রিপোর্ট পাঠিয়ে আবেদন করলেন বিধায়ক। এদিন বিধায়ক অফিসে বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফেনে মেমারি বিধানসভার এলাকার

    দুগাপুর পঞ্চায়েতের অধীন যে বস্তা কারখানাটি আছে তার মালিক তার কারখানার ক্ষয়ক্ষতি তুলে ধরেন বিধায়ক নার্গিস বেগমের কাছে। ক্ষয়ক্ষতির মধ্যে যেমন টিনের সেড উড়ে গেছে, মেশিনে জল ঢুকে অনেকে মেশিন অকেজো হয়ে গেছে, এছাড়াও আরো অনেক কিছু ক্ষতি হয়েছে বলে কারখানার মালিক বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেন।