বীরভূম জেলাজুড়ে বামেদের ডেপুটেশন

 

    নিজস্ব সংবাদদাতা- ডাক উঠেছে শূন্য থেকে লড়াই করার। বর্তমান তৃণমূল সরকারের লাগামছাড়া দুর্নীতি বিরুদ্ধে সোচ্চার বাম সমর্থকরা। বৃহস্পতিবার বীরভূম জেলাতে মিছিল করে বাম সমর্থকরা। এদিনের এই মিছিলে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনের এই মিছিলে বাম সমর্থকরা সিউড়িতে ডেপুটেশন জমা দেন। তাদের দাবি গুলি ছিল
    ১/17 তম লোকসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন জেলা গুলিতে এক উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই ছেলে গুলিতে শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনতে হবে।

    ২/বীরভূম জেলার রামপুরহাট, নানুর, দুবরাজপুর, সিউরি, সাইথিয়া, লাভপুর জায়গাগুলোতে সংকীর্ণ কারণে যে সংঘর্ষের সৃষ্টি হচ্ছে সেই সংঘর্ষ কে দমন করতে হবে।

    ৩/বিশেষ করে দুবরাজপুর ব্লকের পদুমা জিপির আরওয়া গ্রামে সাধারণ মানুষের রেশন বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলো অবিলম্বে চালু করতে হবে ও বিভিন্ন দাবি-দাওয়া মেনে নিতে হবে।

    ৪/বোলপুর এলাকার শিবপুর মৌজায় শিল্পের জন্য যে জমি অধিগ্রহণ করা হয়েছিল সেই জমিতে অবিলম্বে শিল্প আনতে হবে।

    বামেদের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা বামফ্রন্টের সাধারণ সম্পাদক দীপক চ্যাটার্জি, দুবরাজপুর লোকাল কমিটির সাধারণ সম্পাদক স্বপন মুখার্জি, দুবরাজপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক বামফ্রন্টের কমরেড বিজয় বাগদি, সঞ্জীব বর্মন, শীতল বাউরী, সাধন ঘোষ ছাড়াও জেলার একাধিক প্রথম শ্রেণীর নেতৃত্বে।