ভ্যান চালক জামাইকে খুন করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা; মালদা: এক ভ্যান চালককে খুন করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় ওই ভ্যান চালকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয় পুরাতন মালদার মঙ্গলবাড়ির রেলগেটের কাছ থেকে। কিন্তু তার পরিচয় না জানায় অজ্ঞাত পরিচয় হিসেবে মৃতদেহটি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা ছিল। এদিকে ওই ভ্যান চালক রবিবার থেকে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার পরিবারের লোকজন ইংরেজবাজার থানায় এ ব্যাপারে একটি মিসিং ডায়েরিও করে। বৃহস্পতিবার পরিবারের লোকজন মর্গে খোঁজ করতে গিয়ে জানতে পারে সেই ভ্যান চালকের মৃতদেহ মর্গে রাখা আছে। তারপর এই পরিবারের লোকজন ইংলিশ বাজার থানায় ভ্যানচালকের শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম বাবাই মন্ডল (২৩)। তার বাড়ি ইংরেজবাজার শহরের তিন নম্বর ওয়ার্ডের বড় সাঁকোতে। মৃতদেহটি ময়নাতদন্তের পর এদিন পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় ভ্যানচালক বাবাই মন্ডলের সাথে বছর পাঁচেক আগে বিয়ে হয়েছিল যদুপুর ২ গ্রাম পঞ্চায়েতের গোপালপুরের বাসিন্দা সুমি মন্ডলের সঙ্গে। তাদের দু বছরের একটি মেয়ে রয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে অভাব-অনটন থাকায় স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল। মাসখানেক আগে সুমি মন্ডল মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যায়। দিন সাতেক আগে স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুর বাড়ি গিয়েছিল বাবাই। অভিযোগ সেখানে শ্বশুরবাড়ির লোকজন বাবাইকে তাড়া করে। সে পালিয়ে বাড়ি চলে আসে। রবিবার সকালে কাজের জন্য বাড়ি থেকে বের হয় বাবাই। কিন্তু আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন আত্মীয়-স্বজন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাবাইয়ের খোঁজ করে। কিন্তু কোনো হদিস না পেয়ে মঙ্গলবার ইংরেজি বাজার থানায় মিসিং ডায়েরি করে তারা। এদিকে সোমবার সন্ধ্যায় পুরাতন মালদার মঙ্গলবাড়ির রেলগেটের কাছ থেকে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয় বাবাইয়ের। কিন্তু নাম পরিচয় না জানায় পুলিশ অজ্ঞাতপরিচয় হিসেবে মৃতদেহটি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

    আজ সকালে বাবাইয়ের পরিবারের লোকজন খোঁজ নিতে মর্গে গিয়ে জানতে পারে বাবাই এর মৃতদেহ সেখানে রাখা আছে। বাবাইয়ের কাকা মোহন মন্ডলের অভিযোগ, বাবা যার শ্বশুর গোষ্ঠ দাস ও স্ত্রী সুমি মন্ডল সহ শ্বশুরবাড়ির লোকেরা বাবাকে খুন করে মঙ্গল বাড়িতে রাস্তার ধারে ফেলে দিয়েছিল। এই ঘটনায় বাবাইয়ের স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ করা হবে।