|
---|
আজিজুর রহমান, গলসি : ইডির হাজিরা এড়িয়ে গলসিতে নির্বাচনী প্রচার করলেন যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। এদিন সায়নী ঘোষ বেলা ১২ নাগাদ গলসিতে আসেন। গলসির বাজারে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে শুরু করেন মিছিল। তারপর গলসির গগেশ্বরতলা হয়ে গোটা গলসি বাজার পরিক্রমা করেন। এরপর উত্তর গলসি হয়ে চৌমাথাতে মিছিল শেষ করেন। সায়নী ঘোষ বলেন, মানুষের ভালো সারা রয়েছে। তবে সেই সারা আমার জন্য নয় তৃণমূল কংগ্রেসের জন্য গ্রাউন্ডে থাকা মানুষ গুলোর জন্য। তাই পঞ্চায়েত নির্বাচনে আমরা খুব আশাবাদী। ইডির হাজিরার প্রসঙ্গে সায়নী ঘোষ বলেন, আমি ইডির সঙ্গে বা যেকোন কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থার সঙ্গে আমি সম্পুর্ণভাবে সহযোগিতা করতে চাই। যে কোন তদন্তই খুব গুরুত্বপূর্ণ। আমি আগেও ওনাদের বলেছিলাম। আজও চিঠি মারফৎ জানিয়েছি। যে আমাকে ভোট সম্পুর্ন হওয়া প্রযন্ত সময় দিতে। তারপর যদি স্বশরীরে হাজির হতে হয় আমি হাজির হব। কিছু তথ্য ওনারা চেয়ে ছিলেন। আমি তা পাঠিয়ে দিয়েছি। আমি আশাবাদী ওনারা সেই তথ্যগুলি যাচাই করবেন। তাছাড়া আমি তো রয়েছি ফোনে ও অনলাইলে সবসময়। এরপর কবে যাবেন এই প্রসঙ্গে তিনি বলেন, ডাকলেই যাবো। আমি তো ১১ তারিখ প্রযন্ত চিঠি দিয়ে সময় চেয়েছি। এর আগে ৪৮ ঘন্টার নোটিশে আমি হাজির হয়েছি। ১১ ঘন্টা ম্যারাথন জেরাতে আমি সম্পুর্ণভাবে সহযোগিতা করেছি। আমি আপনাদের মাধ্যমে ওনাদের অনুরোধ করছি ১১ তারিখ আমাদের ভোটের রেজাল্ট। ততদিন প্রযন্ত আমাদের একটু সময় দেওয়ায় হোক। এগারো তারিখে পর আমি স্বশরীরে হাজির হব এবং তদন্তে আর যা সহযোগিতা লাগবে তা আমি করবো। গলসিতে এদিনের প্রচারে দলীয় প্রার্থী থেকে কর্মীরা হাজির হয়। দুপুর আড়াইটা নাগাদ তিনি প্রচার শেষ করে বর্ধমানের দিকে চলে যেন।