|
---|
আয়ুব আলি, উওর ২৪ পরগনা, নতুনগতি : উওর ২৪পরগনা র জগদল বিধান সভায় বারাকপুর ব্লক ১ মামুদপুর গ্রাম পঞ্চায়েত এ বিশাল নির্বাচনী প্রচার, প্রচার পর্বের শেষ লগ্নে আজ ৫ জুলাই বুধবার সিবদাসপুর থানার মামুদপুর পঞ্চায়েত এর রাজেন্দ্রপুর বটতলা মাছ বাজার তৃনমূল কংগ্রেস দলীয় কার্যালয় থেকে ট্যাবলোসহ বিশাল নির্বাচনী পদযাত্রা য় তৃনমূল কংগ্রেসের প্রার্থী ও কর্মী সমর্থকদের নিয়ে অংশগ্রহন করেন জগদল বিধান সভার বিধায়ক সোমনাথ শ্যাম,মামুদপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি পার্থ সারথি পাত্র,সহ অন্যান্য নেতৃবৃন্দ।