|
---|
আজিজুর রহমান,গলসি : গলসির পুরসাতে ধান জমি থেকে উদ্ধার হওয়া জার ভর্তি বোমা নিস্ক্রিয় করলো সিআইডি বোম ডিস্পোজাল স্কয়ার। এদিন গ্রামের থেকে দুরে একটি ফাঁকা জমিতে সেগুলি নিস্ক্রিয় করা হয়। জানা গেছে, গতকাল বিকাল নাগাদ পুরসার বদরুলের মাঠে জমিতে ধান কাটছিল একটি কম্বাইন হারভেস্টার মেশিন। জমির কিছুটা ধান কাটার পরই একটি নীল রংয়ের ঘি এর জার নজরে আসে চালকের। তারপরই ধান কাটা বন্ধ করেন মেশিন চালক। সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ। কিছুক্ষণের মধ্যেই লোকমুখে বিষয়টি ছড়িয়ে পরে গ্রামে। ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি গলসি থানার পুলিশ। তারা এসে জমিটি ঘিরে রাখে। রাতভোর সেখানে মোতায়েন রাখা হয় পুলিশ। পাশাপাশি সাধারণ মানুষকে সাবধান করেন ঘটনাস্থলে আসা পুলিশ আধিকারিকরা। এরপরই জমি থেকে মোট পাঁচটি প্লাস্টিকের ঘি এর জার নজরে আসে পুলিশের। খবর যায় সিআইডি বোম ডিস্পোজাল স্কয়ারে। এদিন এগারোটা নাগাদ সিআইডির বোম ডিস্পোজাল স্কয়ারের বেশ কিছু প্রতিনিধি ঘটনাস্থলে আসেন। তারই পাঁচটি ঘি এর জার থেকে বোমাগুলি উদ্ধার করেন। জানা গেছে ঘি এর জার গুলিতে মোট কমবেশি ৩৫ টি বোম উদ্ধার হয়। এরপরই ফাঁকা জমিতে বোমাগুলি তিন বারে ডিস্পোজাল করেন সিআইডি বোম ডিস্পোজাল স্কয়ার। এদিন ঘটনাস্থলে আসেন গলসি ওসি দীপঙ্কর সরকার। তিনি এসে বোমের বিষয়ে চাষিদের সাবধানতা অবলম্বন করতে বলেন। এলাকায় আরও বোমা আছে কিনা তার উপর নজর রাখছে পুলিশ। তাছাড়া কিভাবে জমিতে এলো ওই ঘি এর জার ভর্তি বোম তার তদন্ত শুরু করেছে পুলিশ।