|
---|
শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- করোনা পর্ব পার হয়েছে, এবার নিশ্চিন্তে অনেকদিন পর পশ্চিম মেদিনীপুরের আনন্দপুরে বার্ষিক আনন্দপুর জনস্বাস্থ্য ও কৃষি মেলা আয়োজন হল। অন্যান্য বছরের তুলনায় এবার আয়োজন অনেকটাই বেশি। দশ দিনের জন্য আয়োজিত এই মেলা রবিবার উদ্বোধন করলেন জেলা পরিষদের সহ-সভাপতি অজিত মাইতি।
এই মেলা চলবে আগামী ১০ দিন ধরে। যেখানে পাশাপাশি গ্রামের বাসিন্দাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা হবে। থাকবে কৃষিজাত পণ্যের প্রদর্শনী ও কৃষি দপ্তরের বিভিন্ন স্টলও। গ্রামীণ এই মেলা যথেষ্ট সাড়া ফেলে আনন্দপুর এলাকাতে। আয়োজকদের আশা-এবারও আনন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই মেলা ভীড় টানবে স্থানীয়দের।