|
---|
নতুন গতি ,কেশপুর : সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কেশপুর বিধানসভার প্রার্থী শিউলি সাহা মনোনয়ন জমা দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে সংযুক্ত মোর্চার বামফ্রন্ট প্রার্থী রামেশ্বর দোলই এর উদ্দেশ্যে বলেন, যাকে আমি আগেই হারিয়েছি সে তো আবার হারবে ।কেশপুরে জিতবে। নন্দীগ্রামে জিতবে । মমতা আবার জিতবেন 221 আসন নিয়ে তৃণমূল কংগ্রেস নিলবাড়ী দখল করবে। বাংলা জুড়ে সবুজ ঝড় উড়বে। দিদি আজ নমিনেশন করছে আমিও করছি। জেতা সময়ের অপেক্ষা।
কেশপুরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন শিউলি সাহা বলেন প্রত্যেক বাড়ি বাড়ি তৃণমূল কংগ্রেস সরকারের উন্নয়ন পৌঁছেছে । স্বাস্থ্য সাথী, সবুজ সাথী থেকে শুরু করে পাড়ায় পাড়ায় কালো পিচের রাস্তা হয়েছে। প্রতিটি পরিবারই তৃণমূল কংগ্রেসের দ্বারা উপকৃত হয়েছে। এই উন্নয়ন দেখেই কেশপুর বাসী আমাকে লক্ষাধিক ভোটে জয়ী করবে। সিপিএম প্রার্থী রামেশ্বর দোলই এর জন্য শিউলি বলেন, ৩৪ বছর ক্ষমতায় ছিলো। পাঁচ বছর রামেশ্বর দোলই বিধায়ক ছিলেন ও আমি ছিলাম হলদিয়ার বিধায়ক। আমি রামেশ্বর বাবুকে প্রশ্ন করতে চায় তিনি কদিন কেশপুরবাসীর উন্নয়ন নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে কথা বলেছেন।
এদিন শিউলি কেশপুর কালি মন্দিরে ও মেদিনীপুরে সিদ্ধেশ্বরী মন্দিরে পূজা দিয়ে তার মা এর আশির্বাদ নিয়ে মনোনয়ন জমা করতে যান।
কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এদিন প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী, সঞ্জয় পান, মহম্মদ রফিক,সমাপ্তি ঘোষ , সামসেদা বেগম সহ একঝাঁক তৃণমূল নেতৃত্ব।