রবিবার দিনহাটার বিধ্বংসী অগ্নিকান্ডে ভস্মীভূত পাঁচটি বাড়ি, প্রায় কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা

নতুন গতি ডিজিটাল ডেস্ক: রবিবার সন্ধ্যায় দিনহাটার বিধ্বংসী অগ্নিকান্ডে ভস্মীভূত হলো পাঁচটি বাড়ি। প্রায় কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা এমন মার্মান্তিক ঘটনার সাক্ষী হলেন দিনহাটা ২ নম্বর ব্লকের গোবরাছড়া- নয়ারহাট অঞ্চল। পিকনিধরা এলাকার বাসিন্দারা। এই ভয়াল অগ্নিকান্ডের খবর পেয়ে দিনহাটা দমকলের দুটি ইঞ্জিনের আসে। দমকলকর্মীদের তৎপড়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও আগুন লাগার নির্দিস্ট কারন জানা যায় নি, তবে অনুমান শর্টশার্কিটের ফলে এই ঘটনা। এনিয়ে স্থানীয়দের থেকে জানা গেছে, এদিন সন্ধ্যায় দিনহাটার পিকনিধরা এলাকায় একটি বাড়িতে প্রথমে আগুন লাগে। মুহূর্তে সেই আগুন আশপাশের আরো চারটি বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। আমজাদ আলী, মুকুল হক, আইনুল হক, আমিনুল হক এবং এরশাদ আলী নামের এই ৫জনের বাড়িতেই ভয়াবহ অগ্নিকান্ড ঘটে।

    স্থানীয়দের মতে, সব মিলিয়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। যদিও, দমকলকর্মীদের তরফে খতিয়ে দেখা হচ্ছে কি কারনে আগুন লাগলো। স্থানীয় পঞ্চায়েত প্রধান মমতাজ বেগম জানিয়েছেন, আগুনলাগার কিছুক্ষণ পড়েই দমকলের ইঞ্জিন এসে গেছিলো, ফলে আরো বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গেছে। শীতের দিন চারদিকে শুকনো জিনিসপত্র ছিল তাই আগুন ধরতে বেশি সময় লাগেনি। ক্ষয়ক্ষতি কি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।