|
---|
সেখ সামসুদ্দিন : পরিবেশ সচেতনতায় অভূতপূর্ব পদক্ষেপ নিল পূর্ব বর্ধমান জেলার জামালপুরের স্বেচ্ছাসেবী সংগঠন “আকাশ”। এক দিবসের ৮ দলীয় ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় সংস্থার পক্ষ থেকে। সেই ম্যাচে প্রবেশ করার জন্য আটটি দলকেই ১২ টি করে গাছ জমা দিতে হয়েছে। সেই ৯৬ টি গাছ মাঠের চারিপাশে লাগিয়ে দেওয়া হয়। ম্যাচের পুরস্কার স্বরূপ দেওয়া হয় ট্রফি এবং সদস্যদের একটি করে জামরুল গাছের চারা। মাঠে উপস্থিত ছিলেন জামালপুর ব্লকের বিডিও মাননীয় শুভঙ্কর মজুমদার মহাশয়। ফাইনালে জয় লাভ করেন পূর্ব বর্ধমান জেলার বুলবুলিতলা ফ্রেন্ডস স্টার এবং দ্বিতীয় স্থান অধিকার করেন হুগলি জেলার টিম ব্যান্ডেল। সংগঠনের সভাপতি অয়ন চক্রবর্ত্তী জানান “স্মৃতি রক্ষার এই ম্যাচে বিশেষ আকর্ষণ হিসেবে গাছ করা হয় তার একটাই কারণ। বর্তমান যুগে স্বেচ্ছায় গাছ লাগানোর মানুষ খুবই কম, কিন্তু খেলার উদ্দেশ্য নিয়ে প্রতিটা দলই গাছ এনেছিলেন এবং সেগুলি বসিয়ে দেওয়া হয় মাঠের চারিপাশে। এর মাধ্যমে সমাজকে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়াই ছিল মূল লক্ষ্য”।