|
---|
রহমতুল্লাহ,সাগরদিঘী : ১লা ডিসেম্বর ২০২১ বুধবার একটি বিশেষ দিন এই দিনটি আমরা বিশ্ব এইডস দিবস হিসেবে পালন করে থাকি। এই মুহূর্তে প্রায় অনেক হাসপাতালের ব্লাড ব্যাংকগুলোতে দেখা দিয়েছে রক্তের সংকট, তাই এই বিশেষ দিনটিকে তারা বেছে নিয়েছে, রক্তদান শিবির এর মধ্য দিয়েই বিশ্ব এইডস দিবস পালন। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী গ্রামীণ হাসপাতালে বিশ্ব এইডস দিবস উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন হয়। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সাগরদিঘীর সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় শ্রী সুরজিৎ চ্যাটার্জী মহাশয়, সাগরদিঘী গ্রামীণ হসপিটালের(BMOH)AM শামীম মহাশয়, সাগরদিঘী হাসপাতালের ডাক্তার দেবজ্যোতি রায় মহাশয়, ICTC Counseller মিঠুন মন্ডল মহাশয়, প্ৰমুখ। এদিন রক্তদান শিবিরে রক্ত দানে এগিয়ে আসেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনরা যেমন সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট, তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট, উৎসর্গ স্বেচ্ছাসেবী সংগঠন, প্রমূখ ট্রাস্টের রক্ত যোদ্ধারা রক্তদানে এগিয়ে আসেন। রক্ত দান করেন BMOH)AM শামীম মহাশয়, সাগরদিঘী হাসপাতাল ডাক্তার দেবজ্যোতি রায় মহাশয়, এবং রক্ত রক্তযোদ্ধা কৌশিক দাস, আনিসুর সেখ, আব্দুল খাবির আমিরুল ইসলাম সহ ২৮ জন রক্ত দাতা রক্ত দান করেন।