|
---|
পথ পশু ও ভবঘুরে দের পাশে দাঁড়ালো কাঁথি বি. এম ফাইন আর্ট অ্যান্ড কালচার
নতুন গতি ওয়েব ডেস্ক:
এ এক অন্য নজির। শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্ব যখন এই ভয়ংকর মহামারি করোনায় আক্রান্ত, জর্জরিত। এবং সারা ভারতবর্ষ যখন লক ডাউন এর মধ্য দিয়ে এগোচ্ছে, ঠিক তখন-ই বিষ্ণু মাইতি যিনি BM FINE ART & CULTURE এর কর্ণধার তিনি নিজেকে চার দেওয়ালের মধ্যে আটকে রাখতে পারলেন না। এবং তিনি তার নিজের জীবনের ভয় কে উপেক্ষা করে কখনো গরীব মানুষের পাশে দাঁড়িয়েছেন চাল- ডাল- মাস্ক-সাবান বিতরণের মধ্য দিয়ে।
শুধু তাই নয় এই কঠিন পরিস্থিতিতে শুধু মানুষের পাশে নয় পথ পশুদের সেবাতেও নিজেকে যুক্ত করেছেন। বিষ্ণু মাইতি ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন উজ্জ্বল শাসমল, অনাথবন্ধু দাস, শিল্পী গৌরহরি দাস, শিক্ষক ঋতম দে, মিতন বারিক, সাংবাদিক নন্দ দুলাল চক্রবর্তী, শান্তাশিষ মিশ্র, দোলন বারিক, উওম মিশ্র আরো অনেকেই এবং সংস্থার কর্নধার বিষ্ণু মাইতি আরো জানিয়েছেন, ‘ আগামী দিন গুলোতেও এই ভাবে পাশে থাকবেন, নিজের জীবনের কথা না ভেবে।’