|
---|
রায়দিঘী : নুরউদ্দিন : মথুরাপুরে লোকসভা নির্বাচনে আইএসএফ কোনও প্রভাব ফেলতে পারবেনা বলে মত তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপী হালদারের। শুক্রবার কাশিনগর রবীন্দ্র ভবনে তৃণমূলের কর্মীসভার শেষে আইএসএফ এর দিকে প্রশ্ন ছুঁড়ে দেন তিনি। তিনি বলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের জন্য আইএসএফ কোন কাজটা করতে পারেনি। কোনও রেকর্ড আছে কিনা তা তিনি জানতে চান। তিনি আরও জানান, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন তৃণমূলের সঙ্গে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল। আজকেও একই জিনিস হবে, এর অন্যথা কিছু হবেনা। শুক্রবার দলীয় কর্মীদের কাছে দলের বার্তা পৌঁছে দিচ্ছিলেন তিনি। ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ মথুরাপুর লোকসভা কেন্দ্রে ছড়িয়ে দেওয়ার জন্য কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মীদের সামনে এবার সেই অভিযোগে সরব হলেন মথুরাপুর লোকসভার প্রার্থী বাপি হালদার। কাশীনগরের রবীন্দ্রভবনে এই কর্মীসভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন রায়দিঘীর বিধায়ক ড: অলক জলদাতা, মথুরাপুর ২ নং ব্লকের ব্লক সভাপতি প্রশান্ত সরকার, যুব সভাপতি উদয় হালদার সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা।