|
---|
সেখ সামসুদ্দিন : বর্ধমান জেলা পুলিশ তথা মেমারি থানার ব্যবস্থাপনায় মেমারি শহরে একটি সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা র্যালি করা হয়। মেমারি থানা থেকে র্যালি বের করে বাজার রেলগেট, সোনাপট্টি, হসপিটাল মোড়, মায়েরকোল, নবপল্লী, বামুনপাড়া মোড়, নিউমার্কেট, স্টেশনবাজার, কৃষ্ণবাজার, চকদিঘী মোড়, দক্ষিণ মেমারি হয়ে থানাতেই শেষ হয়। র্যালি বাইক বা গাড়ি চালকদের নিয়ম মেনে, সিগন্যাল মেনে, হেলমেট, মাস্ক পরে ও দূরত্ব বজায় রেখে পথ চলতে অনুরোধ জানানো হয়।