সরকারি চুক্তি ভিত্তিক সমস্ত জায়গায় কর্মচারী নিয়োগে ওবিসি সংরক্ষণ বাস্তবায়নের দাবিতে জেলা শাসকের নিকট স্মারকলিপি ইয়ুথ ফাউন্ডেশনের

নতুন গতি নিউজ ডেস্ক : আজ দক্ষিণ 24 পরগনা জেলার জেলা শাসকের নিকট সরকারি চুক্তিভিত্তিক সহ সমস্ত জায়গাতে কর্মচারী নিয়োগে ওবিসি সংরক্ষণ ,এমএসডিপি প্রকল্পের অর্থ সঠিকভাবে ব্যবহার না করার কারণ ও বিভিন্ন দাবিতে স্মারকলিপি প্রদান করে প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশন। বিশেষ করে জেলার ওয়াকফ সম্পত্তি গুলি পুনরুদ্ধার করে সেগুলির সঠিক কাজে ব্যবহার ,যে সমস্ত সুযোগগুলো সাধারণ মানুষের সুবিধার্থে ব্যবহারিত হওয়ার কিন্তু সেগুলি প্রকৃতপক্ষে যাদের প্রাপ্য সেগুলি তারা পায় না বলে অভিযোগ করা হয়। এদিনে সংগঠনের রাজ্য সভাপতি সিয়ামত আলী বলেন ওবিসি এ এবং বি মিলে 17% সংরক্ষিত থাকার পরেও সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগের ক্ষেত্রে,বিশেষ করে চুক্তি ভিত্তিক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কোনরূপ ওবিসি রোস্টার ফলো করা হয়না। । বিশেষ করে জেলা পরিষদ বিডিও অফিস পঞ্চায়েত অফিস গুলিতে সরকারিভাবে কন্ত্রাকচুয়াল নিয়োগ করা হয় সেগুলির ক্ষেত্রে এই ওবিসি রুলস ফলো করা হয় না। এছাড়াও তিনি বলেন বর্তমান সময়ে সম্প্রীতির বাংলা কে বিনষ্ট করার জন্য বিভেদকামী শক্তি বিভিন্ন কৌশল অবলম্বন করে চলেছে । যারা আইনের তোয়াক্কা না করে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ।তার জন্য জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। সামনে ঈদ উল আযহা উদযাপন কোন রকম অশান্তি সৃষ্টি না হয় ।সেদিকেও প্রশাসনের নজর রাখতে হবে বলে তিনি বলেন। ওয়াকফ সম্পত্তি গলি পুনরুদ্ধার করে সংখ্যালঘু মুসলিমদের উন্নয়নের খাতে যাতে ব্যবহার করা যায় সেদিকে প্রশাসনের দৃষ্টি নিক্ষেপ করা। মন্দির মসজিদ গির্জা গুরুদ্বার ধর্মীয় এসমস্ত স্থানগুলি নিরাপত্তা আরো বেশি করে সুনিশ্চিত করতে হবে। ব্লক ও গ্রাম স্তরের স্বাস্থ্য কেন্দ্র গুলিকে পর্যাপ্ত পরিমাণে বাস্তবায়িত করুন। সরকারি বাংলা আবাস বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা সহ বিভিন্ন বিষয়গুলি প্রকৃত ব্যক্তিকে বাস্তবায়ন।মদ জুয়া লটারী সহ যে সমস্ত অসামাজিক কাজ সমাজের মধ্যে বেড়েই চলেছে সেগুলি প্রশাসনকে আরও কঠোর হওয়ার আবেদন জানানো হয়। দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতিজাকির হোসেন বলেন সাধারণ মানুষ সরকারি অফিসগুলোতে সঠিক কাজের কোনো গুরুত্ব দেয়া হয় না।সরকারি প্রকল্পগুলি সাধারণ মানুষের সামনে সঠিকভাবে তুলে না ধরার কারণে সেই সমস্ত কাজ থেকে বঞ্চিত হচ্ছে। এদিনে স্মারকলিপি প্রদানের উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মিজানুর হক, সহ সভাপতি সাহেব আলী, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শামসুল আলম।