মনোনয়ন দাখিলের দিনে মন্দিরে পূজো ও মাজারে চাদর চড়ালেন শতাব্দী রায়

 

    খান আরশাদ, বীরভূম : আগামী ২৯শে এপ্রিল বীরভূমে অনুষ্ঠিত হতে চলেছে লোকসভার ভোট গ্রহণ। শুক্রবার থেকে শুরু হল বীরভূমের দুটি কেন্দ্রের প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল। বীরভূম লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শতাব্দী রায় সিউড়িতে এসে মনোনয়ন পত্র দাখিল করলেন। সঙ্গে ছিলেন শতাব্দীর বাবা শৈলেন রায় ও মা লালিমা রায়। প্রথমে সাঁইথিয়ায় নন্দিকেশ্বরী মন্দিরে তাঁরা পূজো দেন পরে সিউড়িতে এসে মা-রক্ষাকালী মন্দিরে পূজো দেন। এর পর মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র দাখিলের পর পাথরচাপুড়ির দাতাবাবার মাজারে যান শতাব্দী রায়। সেখানে গিয়ে চাদর চড়ান ও প্রার্থনা করেন।