|
---|
নতুন গতি ডেস্ক: শুক্রবার থেকেই ভারতের বাজারে মিলবে Redmi Note 7 Pro ও Redmi Note 7। বেলা ১২টা থেকে ফ্লিপকার্ট ও Mi.com থেকে শুরু হবে সেল। পাশাপাশি, এক্সক্লুসিভ অফার থাকছে এয়ারটেলের গ্রাহকদের জন্য।
এছাড়াও গ্রাহকদের স্বার্থে এমআই ফ্যয়ান ফেস্টিভ্যালেরও আয়োজন করেছে জিয়াওমি। সেল চলবে ৬ তারিখ পর্যন্ত। তিনদিনের এই সেলে বিভিন্ন Mi ও রেডমি ফোন, Mi টিভি মডেল ও অন্যান্য জিয়াওমি ডিভাইসের উপর বিশেষ ছাড় দেওয়া হবে।
ভারতের রেডমি নোট ৭ প্রো 4GB/64GB মডেলের দাম শুরু ১৩,৯৯৯ টাকা থেকে। এর 6GB/128GB মডেলের দাম শুরু ১৬,৯৯৯ টাকা থেকে। লাল, নীল ও কালো – এই তিন রঙের অপশন রয়েছে।
ভারতের রেডমি নোট ৭ 3GB RAM/32GB স্টোরেজের মডেলের দাম শুরু হচ্ছে ৯,৯৯৯ টাকা থেকে। এরই 6GB RAM/64GB মডেলের দাম শুরু ১১,৯৯৯ টাকা থেকে। লাল, নীল ও কালো রঙের মডেল থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দেরটি।