মানিকচকের মোহনায় উদ্ধার হওয়া গৃহবধূর পরিচয় মিলল আজ।

মালদা, ১৭ই জুলাই। মানিকচকের মোহনায় উদ্ধার হওয়া গৃহবধূর পরিচয় মিলল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম সঙ্গীতা সোনি। পাঁচ মাস তার বিয়ে হয়েছিল বিহারের ভাগলপুরের বারাহাট এলাকায়। ইংরেজবাজার থানার ঘোড়াপীড় লেকটাউনে বাবার বাড়ি। স্বামীর নাম বিকাশ সোনি। তিন বছর আগে ভাসুরের ছেলে পঙ্কজ সোনির বিয়েতে গিয়ে এদের আলাপ। সেখান থেকেই প্রেম। তারপরে বিয়ে।

    ওই গৃহবধূর বাবা শংকর সোনির অভিযোগ, বিয়ের পর থেকে মেয়ের উপর অত্যাচার করছিল স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেরা। বারংবার পনের আবদার করত স্বামী। মাঝে দেড়লক্ষ টাকা দেওয়া হয়। তারপরও সোনার আবদার করা হয়। দেওয়া হয় চার ভরি সোনা। শেষে একটি বাইক চয়েছিল বিকাশ। আর তা না দেওয়ায় এই বিপত্তি।

    পরিবার সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় মালদার এক্সপো মেলায় যাওয়ার নাম করে বের হয় গৃহবধূ। তারপর আর সে বাড়ি ফেরেনি। মঙ্গলবার সকালে বাড়ি থেকে অন্তত ৪০ কিলোমিটার দূরে মানিকচকের মোহনায় একটি আম বাগানের ঝোপ থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরাই পরিকল্পনা করে মেয়েকে ডেকে নিয়ে খুন করেছে। বিষয়টি নিয়ে শংকর সোনি মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সুপার অলক রাজুরিয়া বলেন,” বধুর পরিবারের তরফে অভিযোগ পেয়ে স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। “