|
---|
মালদা ৩০ জুন ঃ কৃষ্টির ২১ তম বর্ষা উৎসব উপলক্ষে, কৃষ্টির পরিচালনায়, ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার সহযোগিতায়, মালদা শুভঙ্কর শিশু উদ্যান বোটিং কমপ্লেক্স এ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ৮ জন মহিলা সহ ২০ জন রক্তদান করেন। শিবিরে মালদা জেলাশাসকের সহধর্মিনী রক্তদান করেন। শিবিরে উপস্থিত ছিলেন ডা অমিতাভ মন্ডল, উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক মালদা, নিরঞ্জন প্রামানিক, সম্পাদক ভারত স্কাউটস এন্ড গাইডস মালদা, অনিল কুমার সাহা, জেলা রক্তদান শিবির আহবায়ক, ভারত স্কাউট মালদা। শুভঙ্কর শিশু উদ্যান বোটিং কমপ্লেক্সে একদিকে গ্রীষ্মকালীন রক্তের সংকট মোচন এ মানুষ বাঁচানোর জন্য স্বেচ্ছায় রক্তদান শিবির, অন্যদিকে একাধিক ধরনের প্রতিযোগিতা, শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়।