শুরু হলো শোভারানী মেমোরিয়াল কলেজের নবনির্মাণ কার্য।

ইলিয়াস মল্লিক, হাওড়া: হাওড়া জেলার খ্যাতি সম্পন্ন কলেজ গুলোর মধ্যে জগৎবল্লভপুর শোভারানি মেমরিয়াল কলেজ একটি। উচ্চ মানের শিক্ষা ও উন্নত পরিবেশের কারনে অনেক দিন আগেই এই কলেজ NAAC কতৃক “এ” গ্রেড সংগ্রহ করেছে। তবে এলাকার এই মর্যাদা সম্পন্ন কলেজর উন্নত মানের শিক্ষা ও সংস্কৃতির কারনে পড়ুয়ার সংখ্যা অত্যধিক। ফলে কলেজের সমস্ত বিষয় ভিত্তিক কক্ষ না হওয়ায় প্রাথমিক সমস্যা সম্মুখীন হতে হচ্ছিল সাধারণ ছাত্র ছাত্রীদের। তবে বেশ কয়েকদিন আগেই ন্যাশনাল অ্যাসেসমেন্ট এন্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল কর্তৃক “এ” গ্রিট পাওয়ার ফলে সেখান থেকে আর্থিক অনুদান পেল শোভারানী কলেজ। কলেজ কর্তৃপক্ষ ও কলেজের ছাত্র সংসদের উদ্যোগে কলেজের মান উন্নয়ন এবং পাঠভবনের তিনতলা নির্মাণকার্য শুরু হলো। আশা করা যায় ছাত্রছাত্রীদের যে বিষয় ভিত্তিক শ্রেণী কক্ষের অভাব ছিল সেটা পূরন হবে এবার থেকে।কলেজের ছাত্র সংসদের প্রতিনিধি সোহেল গায়েনের সঙ্গে কথা বলে জানা যায় তারা কলেজের এই নবনির্মিত ভবনে ল্যাবরটরি, লাইব্রেরি, ও কম্পিউটার রুম ইত্যাদি শুরু করবেন যাতে সাধারণ ছাত্র ছাত্রীদের পঠন-পাঠনে সুবিধা হয় তিনি আরো বলেন ছাত্র ছাত্রীরা যদি সংসদের সাথে সহযোগিতা করে তাহলে কলেজের উন্নয়নের পথ আরো ত্বরান্বিত হবে ভবিষ্যৎ এ। এইদিন কলেজের অধ্যক্ষ মাননীয় ডাঃ কল্যাণ কুমার মণ্ডল মহাশয়, ছাত্র প্রতিনিধি সোহেল গায়েন ও কলেজের ছাত্র সংসদের বাকি সদস্যদের নিয়ে কলেজের নির্মাণ কার্য পরিদর্শন করেন।