মদের দোকান বন্ধের দাবিতে মহিলাদের বিক্ষোভ : পুলিশি লাঠি চার্জে ছত্রভঙ্গ জনতা

সাইমুন রাসেল, মন্দির বাজার : নতুন মদের দোকান খোলার সিদ্ধান্ত বাতিল ও মদ মুক্ত অঞ্চল করার দাবিতে গাব্বেরিয়া সাংস্কৃতিক মঞ্চের নেতৃত্বে গাববেড়িয়া ও সুলতানপুরের কয়েক হাজার মহিলা ও পুরুষের এক বিক্ষোভ সমাবেশ দেখা যায়, ঢোলাহাট রোডের সুলতানপুরে, প্রায় এক ঘন্টা পথ অবরোধ করে রাখা হয়। জরুরি পরিষেবার গাড়ি ছাড়া সমস্ত গাড়ি বন্ধ রাখা হয়। খবর পেয়ে মন্দিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মন্দিরবাজার থানার আধিকারিক বিক্ষোভকারীদের সঙ্গে সমঝোতায় আসতে চাইলে তারা রাজি না হওয়ায়, ঢোলাহাট ও মন্দিরবাজার থানার পুলিশ প্রশাসনের লাঠিচার্জে অবরোধ উঠে যায়। ঘটনাস্থলে মন্দির বাজার DSP দেবাশিষ ব্যানার্জি উপস্থিত হন।
ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেন মন্দির বাজার থানার পুলিশ। ঘটনার উল্লেখ গাববেরিয়া অঞ্চলের কুলপি রোড এর রঘুনাথপুরে এবং রামগংগা রোড এর সুলতানপুর দুটি মদ দোকানের পাশেই স্কুল আছে। এই দুটি নতুন মদের দোকান খোলার প্রতিবাদে এবং সামাজিক শান্তি শৃঙ্খলা বজায় রাখার দাবিতে এই পথ অবরোধ করা হয় বলে জানান বিক্ষোভকারীরা। তারা আরও জানান, গতকাল নাকি সুলতানপুরের মদ দোকান থেকে মদ খেয়ে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মারা যান এক ব্যক্তি। বিক্ষোভকারীরা আরও জানান, গাববেড়িয়া অঞ্চলে যত্রতত্র মদের রমরমার কারণে ঘরে চলে অশান্তি সাধারণ মানুষ ও ছাত্র ছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। মদের নেশায় মানুষ বিচারের পথ হারিয়ে অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে। প্রশাসনকে এ বিষয়ে জানিও কোন ফল না হওয়ায় বাধ্য হয়ে তারা পথে নেমেছে। প্রশাসন যদি কোন ব্যবস্থা না নেয় তাহলে় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার উদ্যেশ্যে গণ স্বাক্ষরও করতে দেখা যায় বিক্ষোভ কারীদের