|
---|
মিজানুল কবির, নতুন গতি ডিজিটাল ডেস্কঃ PUBG নেশায় মত্ত ছোট থেকে বড় সবাই। এবার পাব্জি খেলার খোসরত দিতে হলো দুই যুবক কে। ঘটনাটি ঘটেছে গত রবিবারে মহারাস্ট্রের হিঙ্গলিতে।বছর বাইশের স্বপ্নিল অন্নপূর্ণে ও বছর চব্বিশের নাগেশ গোরে মত্ত ছিল PUBG খেলায়।রেল লাইনে দাঁড়িয়ে মোবাইল গেমে এতটায় মত্ত হয়েছিল যে দূর থেকে ঝড়ের বেগে ছুটে আসা আস্ত হায়দ্রাবাদ -আজমের এক্সপ্রেস ট্র্বেনের আওয়াজ তাদের কানে পৌছায় নি। পরক্ষণেই থেতলে যায় তাদের দেহ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
ট্রেন চলে গেলে থেতলে যাওয়া শরীর উদ্ধার হয়। স্থানীয় মানুষদের খবরে পুলিশ ছুটে আসে। পুলিশ ময়নাতদন্তের রিপোর্টে
দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেছে বলে জানা গেছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে লোকমুখে প্রচলিত PUBG বা পিইউবিজি খেলার প্রচলন হয় ২০১৮ সালের মার্চ মাসে।২০১৮ সালের ডিসেম্বর মাসের তথ্য অনুযায়ী ২০০ মিলিয়ন লোক পাব্জি গেম ডাউনলোড করেছেন।