হাওড়া জেলা জমিয়তের নীরব প্রতিবাদ মিছিল

আর এ মণ্ডল : সম্প্রতি আনিস হত্যার প্রতিবাদে উত্তাল সারা রাজ্য। হাওড়া জমিয়তও রাজ্য জমিয়ত উলামা-ই-হিন্দের সম্পাদক মুফতি আব্দুস সালাম এর নির্দেশে ২৩ ফেব্রুয়ারি আনিস খানের নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষিতে তাঁর পরিবারের প্রতি সহানুভূতিশীল হয়ে আমতা থানার সারাদা গ্রামে জমিয়তের নেতৃবৃন্দ ও সদস্যগণ জমায়েত হন। সেখান থেকে নীরব প্রতিবাদ মিছিল আমতা থানা চত্বরে হাজির হয়। এই নীরব প্রতিবাদী শোক মিছিলে ছিলেন জেলা জমিয়তের সভাপতি হাফিজ আব্দুল খালেক, সম্পাদক ওয়াসিমুল বারী,সহ-সম্পাদক মুফতি জুবায়ের আহমাদ,বনি আমীন মল্লিক, হাফিজ মিসবাহ্ উদ্দিন ও জাহির আব্বাস প্রমুখ। জমিয়ত প্রতিনিধিগণ থানার ও সি দেবব্রত চক্রবর্তীর হাতে এই খুনের অপরাধীদের গ্রেফতার করার দাবী জানিয়ে একটি স্মারক লিপি/আবেদন পত্র তুলে দেন। এই বিষয়ে ওসি জানান যে, পূর্ণ কেসটির তদন্তভার “সিট” এর উপরে। ন্যায় বিচার অবশ্যই হবে এবং দোষীদের কড়া শাস্তি হবে।