|
---|
নূর আহমেদ,মেমারি : ২২ অগাষ্ট বিদ্যুতের ফিক্সড চার্জ দিগুন ও মিনিমাম চার্জ তিনগুন করা, ডিসি ও আরসি চার্জ ১০০ টাকা থেকে ৫০০ টাকা করার রেগুলেশন বাতিল করা এবং স্মার্ট প্রিপেড মিটার লাগানোর সিদ্ধান্তের বিরুদ্ধে ১২ দফা দাবীর ভিত্তিতে মেমারি বিদ্যুৎ দপ্তরে আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই কর্মসূচী করা হয়। দাবীগুললির মধ্যে অন্যতম হল – লো ভোল্টেজের সমস্যার সমাধান করতে হবে, ডকেট করেও গাড়ি আসে না, দুই তিম দিন পর গাড়ি আসে এর জবাব চাই। বিদ্যিৎ দপ্তরের টেলিফোন কল রিসিভ হয়না ইত্যাদি।