|
---|
নবাব মল্লিক, মথুরাপুর: মথুরাপুর ২ নং ব্লকে প্রাথমিক বিদ্যালয়গুলিতে খাদ্য বন্টনে বৈষ্যম্যের অভিযোগ। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় গুলিতে শিশুদেরকে যে ২ কিলো করে চাল এবং আলু দেওয়ার কথা ছিল অভিযোগ কিছু বিদ্যালয়ে ‘শিশু ওয়ান’ খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে না। এ নিয়ে বেশ কয়েকটি স্কুলে বিক্ষোভ দেখানো হয় আজ। কিছু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের দাবি তারা বিডিও অফিস থেকে নির্দেশ পাননি। এ নিয়ে সূদীরঘাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবশঙ্কর ঘোষ বলেন সকালে কোনও নির্দেশিকা ছিল না দুপুরে নির্দেশিকা এসেছে তাই খাদ্য সামগ্রী দেওয়া শুরু কেরেছি। যদিও ইতিমধ্যে অনেক প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য সামগ্রী দেওয়া সমাপ্ত হয়ে গিয়েছিল। সেখানে বঞ্চিত হয়েছে শিশুরা। এ ব্যাপারে মথুরাপুর ২ নং ব্লকের বিডিও অফিসার জানান আগেই খাদ্যসামগ্রী দেওয়ার নির্দেশ দেওয়া ছিল। কোথাও সমস্যা হতে পারে। সেগুলি দেখা হচ্ছে।