মুরার‌ইয়ের 158 টি বুথকে স্পর্শকাতর ঘোষণা থাকছে অতিরক্ত কেন্দ্রীয় বাহিনী

 

    মহঃ রিপন,মুরারই

    পশ্চিমবঙ্গের 294 বিধানসভা কেন্দ্র হল মুরার‌ই। এটি 42 তম লোকসভা কেন্দ্রের অধীন। বীরভূম লোকসভা কেন্দ্রে তৃতীয় বারের জন্য তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন শতাব্দী রায় ,সিপিএমের প্রার্থী রেজাউল করিম ,কংগ্রেস প্রার্থী ইমাম হোসেন ও বিজেপি প্রার্থী দুধ কুমার মন্ডল। প্রতিটি রাজনৈতিক দল‌ই ভোটের আগে ভোট প্রচারে ব্যস্ত। ভোটে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য রাজগ্রাম,সন্তোষপুর কনকপুর, বনরামপুর ইত্যাদি জায়গা গুলোতে রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।সাথে লোকজনের সাথে কথা বলে শান্তিপূর্ণভাবে ও ভয় মুক্ত হয়ে ভোট দেওয়ার আবেদন করেন তারা।

     

    চতুর্থ দফায় 29 এপ্রিল বীরভূমে ভোটের দিনক্ষণ ঠিক করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানানো হয়েছে মুরারই থানার 158 টি বুথকে স্পর্শকাতর। তার মধ্যে আবার 78 টি অতি স্পর্শকাতর। প্রতিটি পথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। সুতরাং খুব আঁটোসাঁটো নিরাপত্তার মধ্য দিয়ে ভোট হতে চলেছে মুরারই ও পাইকর থানাতে।