|
---|
মইদুল খান দঃ 24 পরগনা: গতকাল আমাদের উস্থি তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী #চৌধুরি_মোহন_জাটুয়ার হাত ধরে #cpim ও #bjp অনেক কর্মীগন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন. এই শুভ মুহুর্তে সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের বিধায়ক তথা পঃবঃ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী #জনাব_গিয়াস_উদ্দিন_মোল্লা মহাশয় ছিলেন সঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ সদস্যা #শ্রীমতি_তন্দ্রা_পুরকাইত মহাশয়া আর ছিলেন মগরাহাট পশ্চিম ব্লকের তৃণমূল কংগ্রেসের অনান্য নেতৃবৃন্দ