বারুইপুর রবীন্দ্র ভবনে তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা

সামিম আহমেদ, নতুন গতি, বারুইপুর: আজ দক্ষিণ ২৫ পরগনা জেলার তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি তথা সাংসদ মাননীয় শ্রী শুভাশিস চক্রবর্তী মহাশয় এর ডাকে বারুইপুর রবীন্দ্রভবনে বর্ধিত সভা অনুষ্ঠিত হল। দক্ষিণ ২৪ পরগনার সাংসদ, বিধায়ক, জেলা সভাধিপতি, জেলার নেতা-নেত্রী, ব্লক সভাপতি, পঞ্চায়েত প্রধান , অঞ্চল সভাপতিদের নিয়ে একগুরুত্বপূর্ণ আলোচনা করেন যার মূল লক্ষ্য তৃণমূল কংগ্রেস এবং শাখা সংগঠন যাতে আরো শক্তিশালী হয় তাহার জন্য এই বর্ধিত সভা। উক্ত সভায় গৌরবময় উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী শ্রী মন্টুরাম পাখিরা, মাননীয় মন্ত্রী জনাব গিয়াস উদ্দিন মোল্লা, সাংসদ চৌধুরী মোহন জাটুয়া, সাংসদ প্রতিমা মন্ডল, বিধায়ক নির্মল চন্দ্র মন্ডল,বিধায়ক জনাব সওকাত মোল্লা, সভাধিপতি শামীমা শেখ এবং তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাপতি জনাব মাওলানা আবুল কাসেম রসুলি সহ আরো অনেকে।