|
---|
হাওড়া বাগনান,বাবু হক:
হাওড়া জেলার বাগনান থানার নবাসনে ঐতিহ্যবাহী আনন্দ নিকেতনের আটান্ন তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব তৎসহ শিল্প কলা বিঞ্জান প্রদর্শনী ও সংস্কৃতিক অনুষ্ঠানঘিরে আনন্দ নিকেতনে এখন তৎপরতা চালাচ্ছে সকল থেকে আগামী কাল রাত পর্যন্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সূচিতে আছে বর্ণাঢ্য শোভাযাত্রা, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ও আনন্দ নিকেতনের প্রতিষ্ঠাতা প্রয়াত অমল কুমার গাঙ্গুলীর মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে আনন্দ নিকেতনের ও জাতীয় পতাকা উত্তোলন।
উৎসব ও প্রদর্শনী উদ্বোধন আনন্দম স্মরণিকা প্রকাশ, আলোচনা সভা স্বামীজীর শিকাগো বক্ত্যতা ও বর্তমান সমাজের প্রভাব, সংগীত, নৃত্য, সমবেত সৃজনশীল নৃত্য, শিল্পী ডান্স গ্রুপ, প্রেমী ডান্স গ্রুপ, বাংলার মাটির গান ও প্রাণের গান বাউল গান পরিবেশনায় শ্রীকৃষ্ণ দাস বারিক ও সম্প্রদায়।
অঙ্কন, আবৃত্তি, সংগীত, আল্পনা, তিন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বিষয় স্বামীজীর শিকাগো বক্তৃতা, গান্ধীজী বিষয়ক,সার্ধ শতবর্ষের আলোকে মহাত্মা গান্ধী আলোচনা সভা পুরষ্কার বিতরণ, কৃষ্ণাঙ্গন ড্যান্স একাডেমীর,কুলগাছিয়া কলাকেন্দ্র ও পূর্বশা সংগীত পরিচালনায় সমবেত নৃত্য সহ আরো অনেক কিছু অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আনন্দ নিকেতনের সভাপতি হিরন্ময় দত্ত,ট্রাষ্টি বোর্ড চেয়ারম্যান ও বাগনানের বিধায়ক অরুণাভ রাজা সেন, উৎসব কমিটির সভাপতি সৌমেন্দ্র নাথ ঘোষ, সাধারণ সম্পাদক শ্রী কান্ত সরকার মানি, কলকাতা গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার অধ্যাপক শ্রীমৎ স্বামী তত্ত্বতিতানন্ ।