|
---|
বিশ্বদীপ নন্দী, বালুরঘাট –
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যের ছাত্রছাত্রীদের রাজ্য কৃষ্ঠি, সংস্কৃতি, শিল্প, ইতিহাস প্রভৃতি সম্পর্কে অবগত করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে চলেছেন। এবার তার অনুপ্রেরণাতেই দক্ষিণ দিনাজপুর জেলার ইতিহাস কে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরতে আজ রাজ্য পুরাতত্ব বিভাগ ও জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বালুরঘাটের নাট্যতীর্থ মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভাইস চেয়ারম্যান বিপ্লব মিত্র মহাশয়। এই অনুষ্ঠানে বালুরঘাটের মহকুমা শাষক ঈশা মুখার্জি, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র,গঙ্গারামপুরের মহকুমা শাষক দীপাঞ্জন রায়, দক্ষিণ দিনাজপুর জেলার তথ্যও সংস্কৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা। এই আলোচনা চক্রে অক্ষয় কুমার মৈত্র হেরিটেজ মিউজিয়ামের ডিরেক্টর বিজয় কুমার সরকার, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌরব লামা,প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিষান হরিজন,গঙ্গারামপুর কলেজের অধ্যাপিকা নীলাব্জা রায়, জেলার ইতিহাস নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী তথা ইতিহাসবিদ কৌশিক বিশ্বাস সহ বিভিন্ন বিদগ্ধ ইতিহাসবিদ ও বিশিষ্ট জনেরা জেলার ইতিহাস সম্পর্কে আলোচনা করেন। এই আলোচনা চক্র সম্পর্কে ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। জেলার ইতিহাস সম্পর্কে জানতে রাজ্য পুরাতত্ব বিভাগ ও জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার মানুষ।।