|
---|
মহঃনাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, মালদা: হরিশ্চন্দ্রপুর,২৩ আগস্টঃআগামী ২৮ আগষ্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস।এই উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবছরও কলকাতার গান্ধীমূর্তির পাদদেশে এক সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃনমুল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। রাজ্য জুড়ে সেই সমাবেশের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।
হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝা ও ভিঙ্গল জিপির তৃণমূল ছাত্র পরিষদের নেতা সফিকুল আলমের নেতৃত্বে এদিন ভিঙ্গল জিপির বটতলায় এই সমাবেশের প্রস্তুতি সভার আয়োজন করা হয়।এই সভায় উপস্থিত ছিলেন চাঁচল মহকুমার বিভিন্ন কলেজের ছাত্র- ছাত্রীরা।
বিমান ঝা ও সফিকুল আলম জানান, “২৮ আগস্ট কে সামনে রেখে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস গান্ধীমূর্তির পাদদেশে সমাবেশে জনজোয়ারে ভরিয়ে দিতে প্রস্তুতি সভা হল ভিঙ্গল জিপির বটতলায়।ব্যানার ও পোস্টার লাগিয়ে প্রচার শুরু করা হয়।
বিমান ঝা আরো বলেন, “ ২৮আগস্ট মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখিয়ে দিতে চাই ছাত্র ও যুব সমাজ তার পাশে আছে ।
২৬ আগস্ট হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন থেকে সন্ধ্যার ট্রেনে কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন হাজার হাজার ছাত্র-ছাত্রী ।