জাঙ্গিপাড়া মহীতোষ নন্দী মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস

আব্দুস সামাদ মণ্ডল, হুগলী:আগামী ২৮ শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো জাঙ্গিপাড়া মহিতোষ নন্দী মহাবিদ্যালয়ে।কলেজ ছাত্রনেতা বিজয় মুখার্জির ডাকে অনুষ্ঠানটি সম্পন্ন হল।

    অনুষ্ঠানের শুভ সূচনা হয় বেলা দুটো নাগাদ।অনুষ্ঠান সূচনালগ্নে রাজ্য ও জেলাস্তরের ছাত্রনেতাদের বরণ করে নেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,রুমানা আক্তার(সভাপতি, কলিকাতা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও সহ সভাপতি রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ),ড.গোপাল রায় (সভাপতি,হুগলী জেলা তৃণমূল ছাত্র পরিষদ) সহ হুগলি জেলা ও কলেজ তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ববৃন্দ।

    অনুষ্ঠানে তৃণমূল ছাত্র পরিষদের আগামী কর্মসূচি কি হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।এছাড়াও সকল ছাত্র নেতারা অঙ্গীকার ব্যক্ত করেন কলকাতা গান্ধী মূর্তির পাদদেশে জাঙ্গিপাড়ার মত জায়গা থেকে কাতারে কাতার ছাত্র-ছাত্রী জমায়েত হবে।