|
---|
মহঃনাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, মালদা: হরিশ্চন্দ্রপুর,২২ আগস্টঃজাতির জনক মহাত্মা গান্ধী সব সময় স্বচ্ছতার উপর জোর দিতেন।আর তার এই কথা অনুধাবন করে রাজ্যের প্রতিটি জেলার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে মালদা জেলার ব্লক স্তর থেকে শুরু করে মহকুমা স্তর পর্যন্ত সমস্ত বিদ্যালয় গুলোতে ২৬ থেকে ৩১ অগস্ট পর্যন্ত নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হতে চলেছে নির্মল বিদ্যালয় সপ্তাহ৷
পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় নির্মল বাংলা গড়ার পাশাপাশি নির্মল বিদ্যালয় সপ্তাহ পালনের জন্য বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর -১ নং ব্লকের বিডিও অনির্বাণ বসু এক আলোচনা সভা করলেন ।
এদিনের সভায় উপস্থিত ছিলেন, ” হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের বিডিও অনির্বাণ বসু, ব্লক সভাপতি কোয়েল দাস, এডিএ পলাশ দাস, ফুড সাপলায়ার বিট্টু দাস, ব্লক সমষ্টি যুব আধিকারীক সুতেন ভুটিয়া, ব্লক এনআরজিএস কর্মী সুশান্ত পাল ও ব্লক কর্মী সাইদুল ইসলাম সহ পঞ্চায়েতের এগজিকিউটিভ অ্যাসিস্টেন্ট প্রভৃতি আধিকারীকগন।
বিডিও অনির্বাণ বসু জানান, ” নির্মল বিদ্যালয় সপ্তাহ উদযাপন ও বিভিন্ন কর্মসূচি আগামী ২৬ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ছয়দিন ব্যাপী সমস্ত প্রাথমিক বিদ্যালয়, উচ্চ প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, শিশু শিক্ষা কেন্দ্র , মাধ্যমিক শিক্ষা কেন্দ্র ও মাদ্রাসা স্কুল গুলিতে নির্মল বিদ্যালয় সপ্তাহ ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।ছয়দিন ধরে ধাপে ধাপে কর্মসূচি পালন করা হবে যেমন স্বাস্থ্যবিধান গান, শিশু সাংসদ সভা, হাত ধোওয়ার পাঁচটি ধাপ শেখানো ,জল সংরক্ষন এর উপকারিতা ও নিরাপদ পানীয় জলের ব্যবহারের সচেতনতা, পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা, রাধুনীদের পরিচ্ছন্নতার উপর আলোচনা, প্লাস্টিক বর্জন সম্পর্কে সচেতনতা, ডাস্টবিনের ব্যবহার, বৃক্ষ রোপণ ও বসে আঁকো প্রতিযোগিতা প্রভৃতি ।