|
---|
নিজস্ব সংবাদদাতা,পূর্ব বর্ধমান : সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের উদ্যোগে ছাপান্নতম উপবনটি তৈরি হল, পূর্ব বর্ধমান জেলার,ভাতাড় থানার কাপশোড় গ্রামে। গ্রামেরই বাসিন্দা সেখ জামিরুলের নিজস্ব পাঁচ কাঠা জায়গাতে দুইশত গাছ রোপণ করে তৈরি হয় সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের উপবন। সংস্থার পক্ষ থেকে এই বছর পূর্ব বর্ধমান জেলা এবং জেলার বাইরেও উপবন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ভাতাড় থানার মধ্যে আরও চার পাঁচটি উপবন তৈরির পরিকল্পনা আছে বলে জানান সংস্থার সভাপতি আবু আজাদ। এছাড়া আবু আজাদ জানান পৃথিবীকে সবুজে ভরিয়ে তুলতে তাদের বৃক্ষরোপণ কর্মসূচি বছরের প্রতিটি দিন চলিতে থাকে। মানুষ যাতে বেশি বেশি গাছ লাগায় তার জন্য বছরের বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে সংস্থা তরফ থেকে বৃক্ষশিশু বিলি করা হয়।