|
---|
রায়দিঘীর টোটো কেলেঙ্কারির ঘটনায় গ্রেফতার এক, বিধায়িকার দাবি ঠকেছেন তিনি
নিজস্ব সংবাদদাতা,নতুন গতি, রায়দিঘী: রায়দিঘির টোটো কেলেঙ্কারির ঘটনায় গ্রেপ্তার এক। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সুমন বসু। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে। গুরুত্বপূর্ণ অভিযোগ হলো দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে টোটো দেয়ার নাম করে ৮০ লক্ষ টাকা তোলা। সুমনের কাছ থেকে ২৮ টি মোবাইল ফোন, ছটি ওয়াকি টকি বাজেয়াপ্ত করা হয়েছে। তার গাড়িতে লাগানো ছিল প্রেস স্ট্রিকার। নিজেকে তৃণমূলের রায়দিঘির বিধায়িকা দেবশ্রী রায়ের ঘনিষ্ঠ বলে দাবি করেছে সে। দেবশ্রী রায় তার নামে নভেম্বর মাসে প্রতারণার অভিযোগ জানিয়েছিলেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন ওই লোকটি প্রতারক। মাস কয়েক আগে রায়দিঘি থেকে বেকার যুবকদের টোটো দেয়া হবে বলে ৮০ লক্ষ টাকা তোলা হয়েছিল। এই ঘটনায় নাম জড়িয়ে যায় রায়দিঘির বিধায়িকা দেবশ্রী রায়ের। স্থানীয় মানুষদের ক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি সুমনের নিজের একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে। দেবশ্রীর সংস্থার সঙ্গে হাত মিলিয়ে কুকুরদের নিয়ে কাজ করতে চেয়েছিলেন। দেবশ্রী রায়ের দাবি সুমন নিজের নাম বলেছিল পূর্ণেন্দু মুখোপাধ্যায় বিভিন্ন জায়গা থেকে তাকে ২ কোটি টাকা জোগাড় করে দেবে বলেছিল সে। তিনি বিশ্বাস করেছিলেন তার কথা কিন্তু বর্তমানে ঠকেছেন তিনি।