বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। হুগলী জেলার ঐতিহ্য মণ্ডিত শতাব্দী প্রাচীন বিদ্যালয় বৈদ্যবাটী বনমালী মুখার্জী ইনস্টিটিউশন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। হুগলী জেলার ঐতিহ্য মণ্ডিত শতাব্দী প্রাচীন বিদ্যালয় বৈদ্যবাটী বনমালী মুখার্জী ইনস্টিটিউশন।
নতুন গতি,ওয়েব ডেস্ক: শীতকাল মানেই উৎসব-মেলা ,আর পিকনিক।শীতকাল মানেই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। মশাল দৌড় সহকারে ,বর্ণাঢ্য প্রভাতফেরির মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করলো হুগলী জেলার ঐতিহ্য মণ্ডিত শতাব্দী প্রাচীন বিদ্যালয় বৈদ্যবাটী বনমালী মুখার্জী ইনস্টিটিউশন।স্থানীয় বি. এস.পার্ক ময়দানে ১৩ এবং ১৪ ই জানুয়ারি এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।বিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে প্রতিযোগিতার শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় অমরনাথ ঘোষাল।বিদ্যালয়ের বর্তমান ছাত্র সহ ,প্রাক্তন ছাত্র , অভিভাবকরা এবং শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীরাও একাধিক ইভেন্টে যোগদান করেন।১৪জানুয়ারি প্রতিযোগিতার ফাইনালে উপস্থিত ছিলেন প্রাক্তন বিখ্যাত ফুটবলার বর্তমানে প্রশিক্ষক “শ্রীরামপুর রত্ন ” সুকান্ত ব্যানার্জী, বৈদ্যবাটী পৌরসভার ভাইস চেয়ারম্যান শ্রী ব্রহ্মদাস বিশ্বাস ,স্থানীয় কাউন্সিলর শ্রীমতি উজ্জ্বলা ঘোষ ,প্রাক্তন অধ্যাপক শ্রী হোমাঞ্জন দাশগুপ্ত সহ এলাকার বহু গুণীজন।রাজ্যস্তরে যুডো চ্যাম্পিয়ন এবং একাধিক পুরস্কারে ভূষিত বিদ্যালয়ের ছাত্র রাজেশ মাঝির হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে সেরা ক্রীড়াবিদের সম্মান তুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরনাথ ঘোষাল বলেন -“পড়াশোনার পাশাপাশি ক্রীড়া চর্চাতেও আমাদের বিদ্যালয়ের ছাত্ররা জেলা- রাজ্য স্তরে একাধিক কৃতিত্ব অর্জন করছে।আমাদের দায়িত্ব ছাত্রদের এই ক্রীড়ামুখী সম্ভাবনাকে বিকশিত করতে সহায়তা করা।