ব্রেকিং নিউজ দিল্লি নির্ভয়া কাণ্ডের চার দোষীর ফাঁসির দিন পিছল, দেশ রাজ্য 15 January 2020 by নতুন গতি নতুন গতি,ওয়েব ডেস্ক: কাণ্ডের চার দোষীর ফাঁসির আদেশ দেন ৭ জানুয়ারি পাতিয়ালা কোর্ট, ২২ জানুয়ারি সকাল ৭ টায় ফাঁসি দিয়া হবে বলে জানান। আজ দিল্লি হাই কোর্ট জানান যে তাদের ২২ তারিখে ফাঁসি দিয়া যাবেনা তাদের আরো ১৪ দিন সময় দিতে হবে।