আচার্য হেমেন্দুবিকাশ চৌধুরী জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে একটি স্মরণ সভার আয়োজন

সংবাদদাতা : বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা ১লা মার্চ আচার্য হেমেন্দুবিকাশ চৌধুরী,৭৫ তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে একটি স্মরণ সভার আয়োজন করেছিল। অবসরপ্রাপ্ত আই এ এস, বর্তমানে রাজ্যসভার সদস্য জহর সরকার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস, ভদন্ত পি শিবলী থের, সাধারণ সম্পাদক, মহাবোধি সোসাইটি অব ইন্ডিয়া, প্রাক্তন আই পি এস পঙ্কজ কুমার দত্ত, দি এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক সত্যব্রত চক্রবর্তী, ডাঃ শঙ্কর কুমার নাথ, ফ্রান্সিস সুনীল রোজারিও, সঙ্ঘরাজ ড. কে. সঙ্ঘরক্ষিত, সভাপতি ভদন্ত রতনশ্রী মহাথের প্রমুখ ব্যক্তিবর্গ স্মৃতিচারণ করেন। আচার্য হেমেন্দুবিকাশ চৌধুরী ও ড. বেনীমাধব বড়ুয়া আবক্ষ মূর্তি উন্মোচন করেন যথাক্রমে জহর সরকার ও সুরঞ্জন দাস। শতাব্দী অতিক্রান্ত জগজ্জ্যোতি পত্রিকার বিশেষ সংখ্যার আবরণ উন্মোচন করেন সত্যব্রত চক্রবর্তী।

    একশোর কাছাকাছি ছাত্রছাত্রীদের আচার্য হেমেন্দুবিকাশ চৌধুরী স্কলারশিপ প্রদান করা হয়।