|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: সাত সকালে ঋষিপুর অঞ্চলের দেবী নগরের ভাসানকালী বিলের পাসের এক পুকুর থেকে উদ্ধার মৃতদেহ এলাকা চ্যাঞ্চল ছরিয়ে পরে।। এলাকা সুত্রে ও তার স্ত্রী জানিয়েছে তার স্বামী গতকাল সোমবার ১২ টা নাগাত বাড়ি থেকে বের হয় সারাদিন খোজাখুজি করেও পাওয়া যায় নি। মঙ্গলবার সকাল খোঁজ করতে গিয়ে তার মাছ ধরার সমগ্রিক পাওয়া পরে পুকুরে মধ্যে দেখতে পাই, মানিক চৌধুরী (৪৯) মৃতদেহ ভসতে তরিঘরি হবিবপুর থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে ছুটে আসে হবিবপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রথমে বুলবুলচন্ডী গ্রাণী হাসপাতালে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মৃতের নাম মানিক চৌধুরী (৪৯)। বাড়ি দেবীনগর এলাকায় পেশায় মাছ ব্যাবসিক। দুই ছেলে এক মেয়ে রয়েছে।
বাইট স্ত্রীঃ-ফালগুনী চৌধুরী