|
---|
সবংয়ে রাজনৈতিক সংঘর্ষে ছাই তৃণমূলের পার্টি অফিস
নতুন গতি ডিজিটাল ডেস্ক : শুক্রবার রাতে রাজনৈতিক সংঘর্ষের জেরে প্রবল উত্তেজনা তৈরি হল পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। ব্যাপক বোমাবাজির পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। সবংয়ের ১১ নম্বর অঞ্চলের মোহাড় এলাকায় শাসকদল তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। রাতের এই ঘটনাকে কেন্দ্র করে, এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ পিকেট বসাতে হয়। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পার্টি অফিসে হামলা চালিয়েছে। যদিও, বিজেপি অভিযোগ নস্যাত্ করে দেয়।
তৃণমূল কংগ্রেসের স্থানীয় এক নেতা জানান, রাতে তাঁরা জনা কয়েক কর্মী পার্টি অফিসে বসে আলাপ আলোচনা করছিলেন। সাড়ে আটটা নাগাদ বিজেপির লোকজন সেখানে চড়াও হয়ে তুমুল বোমাবাজি করে। পার্টি অফিসে আগুন ধরিয়ে চলে যায়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, শুক্রবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একটা সভা ছিল ময়নায়। সেখান থেকে ফেরার পথে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। রাতের এই সংঘর্ষে পাঁচ তৃণমূল কর্মী আহত হয়েছেন। সবং গ্রামীণ হাসপাতালে তাঁরা ভর্তি রয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে এলাকায় যায় বিরাট পুলিশ বাহিনী। নতুন করে আর যাতে উত্তেজনা না বাড়ে, সে কারণে এলাকায় পুলিশ পিকেট রয়েছে।
যদিও, বিজেপি নেতৃত্ব তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় বিজেপি নেতাদের বক্তব্য, শাসকদলের লোকজন মিথ্যে মিথ্যে তাঁদের দিকে অভিযোগের আঙুল তুলছে। তাঁদের কেউই শুক্রবার রাতের এই সংঘর্ষের ঘটনায় জড়িত নয়।
তাদের পালটা অভিযোগ, তোলাবাজি, ভাগবাটোয়ারার জেরে তৃণমূলের ঘরোয়া কোন্দলেই এই ঘটনা ঘটেছে। বাম আমল থেকেই পশ্চিম মেদিনীপুরের কেশপুর, গড়বেতা, সবং, পিংলার মতো এলাকাগুলি উত্তেজনাপ্রবণ। রাজনৈতিক পটবদলেও সেই ধারা অব্যাহত। অনেকের মতে, বোমা, বন্দুক, মাস্কেট বাহিনীর আস্ফালন এই এলাকার স্বাভাবিক ছবি।