|
---|
মালদা: ধারের টাকা চাইতে গিয়ে দুই বন্ধুর বচসা। ঘটনায় আক্রান্ত দুই বন্ধুই। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পুখুরিয়া থানার কুমারগঞ্জ এলাকায়। আক্রান্তরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে আক্রান্তরা হল দুলাল শেখ এবং জাহাঙ্গীর আলম। তাদের দুজনেরই বাড়ি কুমারগঞ্জ এলাকায়। জানা যায় জাহাঙ্গীর আলম দুলাল শেখ এর কাছ থেকে ৫০০ টাকা ধার নেয়। এদিন সকালে সেই টাকা চাইতে যায় দুলাল শেখ। অভিযোগ এই নিয়ে দুই বন্ধুর মধ্যে বচসা বাধে। ঘটনায় তারা দুইজন আহত হয়। দুইজনেরই মাথায় চোট পেয়েছে। এর পরই তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।