|
---|
নূর আহমেদ,মেমারি : ১১ অগাষ্ট মেমারি ১ পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। শান্তিপূর্ণ ভাবেই বোর্ড গঠন হয় এদিন। জানা যায় মেমারি ১ পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৩০টি। তার মধ্যে তৃণমূল কংগ্রেস পায় ২৮টি আসন এবং বিজেপি পেয়েছে ২টি আসন। স্বাভাবিক ভাবেই পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস। এদিন এই বোর্ড গঠন পর্বে সভাপতি নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসের বিকাশ হাঁসদা। সহ সভাপতি নির্বাচিত হন সদ্য বিগত বোর্ডের সভাপতি বসন্ত রুইদাস। মেমারি ১ নং পঞ্চায়েত সমিতির অডিয়োটোরিয়ামে মেমারি ১ ব্লক বিডিও ড. আলি মহম্মদ ওয়ালিউল্লাহ, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী ও মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যান্দ ব্যানার্জীর উপস্থিতিতে নব নির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানানো হয়। আধিকারিকদের উপস্থিতিতে্ বোর্ড গঠন করে বাইরে বেরিয়ে আসতেই দলীয় সমর্থকেরা ফুলের তোড়া দিয়ে স্বাগত জানায় নব নির্বাচিতদের। এর সাথে সাথে সবুজ আবির ও ব্যান্ড বাজানায় মেতে ওঠে গোটা বিডিও অফিস চত্বরে।