|
---|
সাকিব হাসান,দঃ ২8 পরগনা: লকডাউনের রাতে হাতে করে পাম্প সেট নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল তিন যুবক। পুলিশের টহলদারি ভ্যানের অফিসারদের সন্দেহ হওয়ায় তাঁদের আটক করে জিঞ্জাসাবাদ করেন। প্রথমে তিনিজিনেই নিজেদের কে ইলেকট্রিক মিস্ত্রি বলে পরিচয় দেয়। পরে পুলিশি জেরায় স্বীকার করে ওগুলি চুরির পাম্প। গভীর রাতে দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুরের সুভাষ পল্লীতে তিন কুখ্যাত দুষ্কৃতি ধরা পড়ে। ধৃতদের নাম সফিকুল লস্কর, শেখ রাজেশ,রাজু হালদার। এরমধ্যে রাজুর বাড়ি ঘুটিয়ারী শরিফ এলাকায় এবং বাকি দুজনের বাড়ি কলকাতা লেদার কমপ্লেক্স থানা একাকায়। এরা সকলেই কুখ্যাত দুষ্কৃতি। এদের বিরুদ্ধে একাধিক থানায় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। ধৃতদের কাছ থেকে তিনটি পাম্প সেট ছাড়াও উদ্ধার হয় ফোন, সোনার গয়না, নির্মিয়মান বাড়ি তৈরির নানান জিনিস পত্র।