এবার কি পাহাড়ে ওঠাটাই বন্ধ হওয়া উচিত? হলেও বা কীভাবে সম্ভব।

    জাহির হোসেন মন্ডল: আমরা বিশ্বাস করতে পারছি না, মাকালু অভিযানে গিয়ে গত পরশু থেকে নিখোঁজ পর্বতারোহী দীপঙ্কর ঘোষ। মাকালু সফল অভিযান করে আসার পর ৪ নং ক্যাম্পে পৌঁছনোর আগেই নিখোঁজ হয়ে যান তিনি। তাঁর শেরপা তাঁকে ফেলে রেখে চলে আসে বোলে যানতে পারা যায়। ফিরতি পথে অন্য অভিযাত্রী যারা এসেছেন তাঁরা কেউই দীপঙ্করকে দেখেছেন বলে জানাননি। এবার কি পাহাড়ে ওঠাটাই বন্ধ হওয়া উচিত? হলেও বা কীভাবে সম্ভব।

    এদিকে কাঞ্চনজঙ্ঘা অভিযানের দুই যাত্রী রুদ্রপ্রসাদ ও রমেশ ভালো আছে।

    হসপিটালে ভর্তির ছবি দুজনের।