এগিয়ে যাবার লক্ষ্যে আলোচনা সভা রাজনগরে

 

    নতুন গতি ওয়েব ডেস্ক:করোণা কাণ্ডে লক্ ডাউনের জেরে ঘরবন্দি খেটে খাওয়া গরীব মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া, বাউল গানের মাধ্যমে লক্ ডাউন মেনে চলার আহ্বান নিয়ে প্রশাসনের সঙ্গে সমান্তরালে বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করা—সব বিষয়ে জেলার বুকে নজির গড়েছে স্বেচ্ছাসবী সংগঠন “রাজনগর গ্রাম সহায় কেন্দ্র।” তাঁদের উদ্যোগে তৈরি হয়েছে পুকুর, সেখানে হাঁসের চাষ করে জীবিকা অর্জন করছেন আদিবাসী মানুষেরা, তৈরি হয়েছে সব্জি বাগান।
    এই সংস্থা তাদের কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার লক্ষ্যে এলাকার বিশিষ্ট মানুষজনদের নিয়ে আজ একটি আলোচনা সভার আয়োজন করে। সবার কাছ থেকে সুপরামর্শ নেওয়া হয় আগামীদিনে পথ চলার লক্ষ্যে। হাজির ছিলেন সংস্থার সভাপতি সেখ রিয়াজ উদ্দিন, সম্পাদক উত্তম মণ্ডল, সদস্য কর্ণ দাস, স্বপন বাগ্দী, রথীন সাহা, কল্পনা ভাণ্ডারীসহ এলাকার বিশিষ্ট সাংবাদিক তথা রাজনগর রাজপরিবারের অন্যতম সদস্য মহম্মদ সফিউল আলম, রাজনগর থানা শান্তি কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক প্রদীপ দে, শিক্ষক সমীরণ দে প্রমুখ। উপস্থিত সকলেই সামাজিক উন্নয়নের লক্ষ্যে সংস্থার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার আশ্বাস দেন।