|
---|
সত্যনারায়ণ শিকদার ও অতনু ঘোষ নতুন গতি,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার বড় মেলা গুলির মধ্যে অন্যতম হল মেমারি ১নম্বর ব্লকের চোটখণ্ড গ্রামের জগৎ গৌরি মায়ের ঝাপান মেলা | পশ্চিম বাংলার বিভিন্ন জেলার মানুষ এই মেলায় অংশগ্রহণ করে | ভক্তদের কথা জানা যায়, মা খুব জাগ্রত, মায়ের কাছে যে যা মানসা করে তাদের আশা পূর্ণ হয় | এই চোটখন্ড ঝাপান মেলা উপলক্ষে আশেপাশে গ্রামগুলোতে জাঁকজমক চোখে পড়ার মতো |
প্রতি বছর ভাদ্রমাসের গণেশ চতুর্থীর পরের দিন অর্থাৎ পঞ্চমীতে মায়ের পূজা অনুষ্ঠিত হয় | মায়ের মূর্তি পাথরের তৈরি | কথিত আছে কেউ বা কারা মায়ের মূর্তি নিয়ে পালিয়ে যাওয়ার সময় হঠাৎ পাথরের মূর্তি ভারী হয়ে যায় এবং সেখানেই মূর্তি রেখে চোরেরা পালিয়ে যায় | প্রত্যেক বছর মায়ের পূজা কে কেন্দ্র করে প্রচুর দোকান পাশার বসে | কিন্তু এবছর করোনা অতিমারির জন্য মন্দির কমিটি ও সেবাইত এবং প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু নিয়ম বিধি বেঁধে দেয়া হয়েছে | যেমন মক্স ছাড়া মন্দির চত্বরে প্রবেশ করা যাবে না এবং প্রতি গ্রাম থেকে গ্রাম ষোলআনার পুজো দুজন করে নিয়ে আসতে পারবে এবং আরো বেশ কিছু নিয়ম বিধি লাগু করা হয়েছে | এবছর বলিদান সম্পূর্ণ বন্ধ তাই যেসব ব্যক্তিরা বলিদান এর জন্য পাঁঠা মানত করেছিলেন সেরকম বেশ কিছু ব্যক্তি তাদের নিজও নিজ গ্রামেই মায়ের নামে বলিদান দিচ্ছে তেমনি বেশ কিছু ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। প্রতিবছর এই দিনটাতে এলাকার মানুষ আনন্দে মেতে থাকেন তবে এবছর সে সবের বালায় নেই | তাই এলাকার মানুষের মন বেশ ভারাক্রান্ত তা বলার অপেক্ষা রাখে না ||