|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা: শনিবার সন্ধ্যার পর থেকে মগরাহাট ১নং ব্লকের উস্তি থানার ময়িষামুড়ি গ্রামের ঘটনা। বাড়ির এক গৃহবধূর রান্না করছিল এমন সময় বেশ কয়েকটি শেয়াল তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এতেই নমিতা সরদার তার অবস্থা আশঙ্কাজনক । অপর দিকে প্রতিদিনের মত মাঠে সময় কাটানো কয়েকজনের উপরও ঝাঁপিয়ে পড়ে। তারা গুরুতর চোট পায় এ নিয়ে ৬ পুরুষ এবং ৪ মহিলা আক্রান্ত বন থেকে আশা শেয়াল তাতের উপর ঝাঁপিয়ে পড়ায় প্রাণপণে দৌড়াতে শুরু করে আর এতে গৃহবধূ সহ ১০এর অধিক ব্যক্তি আহত তাদের কে চিকিৎসা র জন্য প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ।
এই মুহূর্তে আতঙ্কিত এলাকাবাসী গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ মেম্বার দের জানালে তারা স্থানীয় থানায় খবর দিলে এখনো পর্যন্ত মেলেনি তাদের সুরক্ষার ব্যবস্থা। বন বিভাগের কর্মকর্তা দের জানালে এখন পর্যন্ত দেখা মিলছে না।