লকডাউন সফল করতে কড়া ভূমিকায় দেখা গেল রাজনগর থানার পুলিশকে।

নতুন গতি ওয়েব ডেস্ক: লকডাউন সফল করতে কড়া ভূমিকায় দেখা গেল রাজনগর থানার পুলিশকে। বেলা দশটা বাজতেই রাজনগর থানার পক্ষ থেকে রাজনগর বাজারের দোকানপাট বন্ধ করা হল। রাজ্যে কোরোনার প্রকোপ রুখতে লকডাউন সম্পর্কিত নতুন নির্দেশিকা পাওয়ার পরই কড়া ভূমিকায় দেখা গেল রাজনগর থানার পুলিশকে। বেলা দশটা বাজার পরপরই রাজনগর থানার ASI সুশান্ত বিশ্বাস সহ রাজনগর থানার সিভিক ভলেন্টিয়াররা জরুরী পরিষেবা ছাড়া স্থানীয় অন্যান্য দোকানপাটগুলি বন্ধ করে দেয়।

    অপরদিকে রাজনগরের সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে রাজনগর থানার ওসি তারক দে-র নেতৃত্বে। এদিন ঝাড়খন্ড থেকে আসা কোনো যানবাহনকে যেমন বাংলায় ঢুকতে দেওয়া হয়নি, অপরদিকে তেমনি বাংলা থেকে কাউকে ঝাড়খণ্ডের দিকে যেতে দেওয়া হয়নি। বহু যানবাহনকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় পুলিশের তরফ থেকে।