|
---|
নতুন গতি,মালদাঃ- মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি হিসাবে প্রসেনজিৎ দাসকে পেয়ে আপ্লুত জেলার যুব কর্মীরা। জেলার যুব সভাপতি হিসেবে তার নাম ঘোষণা হতেই যুব কর্মীদের প্রায় প্রতিদিনই ভীড় উপচে পড়ছে শহরের কালিতলা তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে। ঠিক সেই রকমই সোমবার মালদহের রতুয়া দুই নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে নবনিযুক্ত সভাপতি প্রসেনজিৎ দাস কে সংবর্ধনা জানাতে উপচে পড়ে যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের ভীড়। রতুয়া দুই নম্বর ব্লকের যুব তৃণমূল নেতা মিজারুল হকের নেতৃত্বে এদিন দুইশতাধিক তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা শহরের মুক্তমঞ্চের কাছে হাজির হয়ে যুব সভাপতি কে ফুলের মালা, উত্তরীয় এবং মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা জানান। এই বিষয়ে তৃণমূল যুব নেতা মিজারুল হক জানান প্রসেনজিৎ দাস কে জেলার যুব সভাপতি হিসেবে পেয়ে তারা আপ্লুত। রতুয়া দুই নম্বর ব্লকের ৮টি জিপির পক্ষ থেকে আজ নব সভাপতিকে সংবর্ধনা জানানো হয়।