|
---|
নতুন গতি,কালিয়াচক; বড়োসড়ো মোবাইল পাচার চক্রের সাফল্য পেল মালদা কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ।গোপন সূত্রের খবরে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ অভিযান চালায় নোলদাহারি এলাকায়। ৯৬টি নামিদামি কোম্পানির চোরাই মোবাইল সহ এক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে দিন মালদা জেলা আদালতে পেশ করেছে কালিয়াচক থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে, ধৃতের নাম মোমিন শেখ(২৮)। মিলিক সুলতানপুর এলাকার বাসিন্দা।পুলিশ জানিয়েছে, সূত্র মারফত খবর পেয়ে নোলদাহারি এলাকায় অভিযান চালায় পুলিশ।সেখানে একটি টোটো আটক করে তল্লাশি চালায় পুলিশ।টোটোর সিটের ভেতর থেকে বেরিয়ে আসে ৯৬টি নামিদামি কোম্পানির মোবাইল। এরপরই এই ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করে পুলিশ।সমস্ত মোবাইল চুরির বলে জানিয়েছে পুলিশ।যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লক্ষ টাকা।
সোমবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করার সাথে এই মোবাইল পাচার সঙ্গে আরো কারা জড়িত তাদের খোঁজে তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ।ঝন্টু মন্ডল রিপোর্ট বাংলা নিউজ